মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে ১ কেজি ৭৫০গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহঃস্প্রতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার দক্ষিণ হাট শহর এলাকার শ্রী গিরেন পালের পুত্র শ্রী প্রদীপ পাল(৩০) ও আয়মাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র আবু তালেব মন্ডল(৫২)। শুক্রবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া মাদক দ্রব্য গাঁজা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় গাঁজা অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
পরে তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে।