অভাব নয় , সীমাহীন লোভই দূর্নীতির বিস্তারের প্রধান কারন”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ জুন) সকাল থেকে দুপর দুপুর পর্যন্ত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয় পক্ষ দল নলছিটি সরকারি মার্চেন্ট বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল নলছিটি বালিকা বিদ্যালয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান, নলছিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান , প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি একরামুল করিম মিঠু সাধারণ সম্পাদক সামছুল আলম বাহার , মনিরুজ্জামান মনির, সদস্য কায়কোবাদ তুফান প্রমুখ।