মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ‘রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা-রক্ত দিয়ে বাঁচাবো মানবতা’ এই শ্লো-গানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভপতিত্বে ও সাধারন সম্পাদক শাহরিয়ার শামীমের সার্বিক পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দ।