নেত্রকোনার দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রকল্পের জেন্ডার প্রমোটার মো. শাহীন মিয়ার সঞ্চলনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সাংবাদিক আল নোমান শান্ত,সংগীত শিক্ষক প্রিয়াঙ্কা সাহা,আবৃত্তি শিক্ষক রাবিয়া খাতুন নীলা সহ অভিভাবকবৃন্দ।
আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।