মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩০ মে উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন বারাক শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপির খাউছড়া চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার ফাঁদ বিদ্যুৎ সংযোগে লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার দিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ এর ফাঁদে স্পৃষ্ট হয়ে রতন বারাক মারা যান।
বাগান মালিক শফিউল ইসলাম ওরফে মোশারফ হোসেন বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
লেবু বাগানের পাহারাদার রুজিনা বেগম জানান, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।
শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৌলভীবাজার জেলা বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন, ‘আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।’
আইননুয়ায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।