স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল, ভেড়ার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে নেত্রকোণা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার একশ’ জন সুফলভোগীর মাঝে দুইশ’ ছাগল, ১১০ জনের মাঝে ভেড়ার খাদ্য ও ঔষধ বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিনসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।