আরিফুর রহমান ,ঝালকাঠি।।
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে)বেলা ১২ টার দিকে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম মোঃ মামুন (৪৫)সে নলছিটি উপজেলার মেরুহার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় থেকে মোটরসাইকেল আরোহী মামুন বাজারের প্রধান সড়কে উঠতে ছিল এসময় বরিশাল থেকে ছেড়ে আসা কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম )নিয়ে গেলে দুপুরেই তাঁর মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি জানান, কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।তার পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।