স্টাফ রিপোর্টার : ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল, ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি। সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন থানার ওসি মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান রতনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
এ ছাড়া সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, অফিস সহকারী ও উপজেলার ইউডিসি উদ্যোক্তাতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, সরকার ভূমি সেবা ডিজিটাল করেছে। এখন আর আগের মতো ভূমি অফিসে গিয়ে খাজনা দিতে হবে না। নামজারিসহ সব সেবা ঘরে বসেই পাওয়া যায়। সরকার সেই ব্যবস্থাই করেছে। এছাড়া ভূমি সংক্রান্ত যেকোন পরামর্শ নিতে টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। বিনামূল্যেে ঘরে বসেই ওই নাম্বারে কল করে পরামর্শ নেওয়া যাবে। মানুষকে এসব সেবা সমূহের বিষয়ে জানাতে আমার প্রচারণা চালাচ্ছি।