স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় মিনি ট্রাকের বডির নিচে চেসিসের ভেতরে রেখে ২৬ হাজার সাতশ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। এসময় আরও ৬০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট ও দুই হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলো- কক্সবাজারের চকরিয়া থানাধীন বুড়িপুকুর গ্রামের নুরুল আফসারের ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবানের লামা থানাধীন হারগাছা গ্রামের (২নং ওয়ার্ড) আনোয়ার হোসেনের ছেলে হেফাজ উদ্দিন (২২)।
শুক্রবার (১৯ মে) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী। এরআগে গত বৃহস্পতিার (১৮ মে) সন্ধ্যা ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন নন্দনপুর বিসিক শিল্পনগরীর আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনের ব্রাহ্মনবাড়িয়া হতে বিশ্বরোডগামী লেন থেকে তাদেকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান পরিচালনার সময় মিনি ট্রাকে তল্লাশীকালে এসব মাদক জব্দ করে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। পরে তা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।