১২ মে বিকেলে ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে `মামুর বাড়ি ট্যালেন্ট টেস্ট (MBTT)’ এ অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
গত ২৫ ও ২৬ ডিসেম্বর গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গড়েয়া মডেল স্কুল, গড়েয়া ইসলামী একাডেমী ও সূর্যোদয় মডেল স্কুল এর শিক্ষার্থীরা মামুর বাড়ি ট্যালেন্ট টেস্টে অংশগ্রহণ করে। গড়েয়া মডেল স্কুল থেকে ৩ জন সাধারণ ট্যালেন্ট ও ৪ জন টপ ট্যালেন্ট, গড়েয়া ইসলামী একাডেমী থেকে ৪ জন সাধারণ ট্যালেন্ট এবং সূর্যোদয় মডেল স্কুল থেকে ৫ জন সাধারণ ট্যালেন্ট ও ৩ জন টপ ট্যালেন্ট এর কৃতিত্ব অর্জন করেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরে সবোর্চ্চ নম্বর পেয়ে সেরা টপ ট্যালেন্ট এর কৃতিত্ব অর্জন করেন গড়েয়া মডেল স্কুলের শিক্ষার্থী অদিতী রানী ঘোষ এবং মাধ্যমিক স্তরে সবোর্চ্চ নম্বর পেয়ে সেরা টপ ট্যালেন্ট এর কৃতিত্ব অর্জন করেন সূর্যোদয় মডেল স্কুলের শিক্ষার্থী তৃষ্ণা রানী।
কৃতি শিক্ষার্থীদের সনদ, ফুল ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ। অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করেন মামুর বাড়ির এডমিন ও মডারেটরগণ।
অনুষ্ঠানে ১৩ নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আফিজার রহমান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাগাঁও ডি-হাট দাখিল মাদ্রাসা এর সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি এর পারফর্মার জনাব মোঃ নাজমুল হুদা সোহান, গড়েয়া মডেল স্কুলের অধ্যক্ষ জনাব কবীর আহম্মেদ হুমায়ুন, গড়েয়া ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক জনাব মোঃ রুমন শাহ্ ও সূর্যোদয় মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জুলজালাল ইসলাম।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মামুর বাড়ির সভাপতি মোঃ মিজান খান, সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ, সহ-সভাপতি শাওন কুমার ভৌমিক যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাহিদ, প্রচার সম্পাদক নাসির উদ্দীন পিন্টু, দপ্তর সম্পাদক মোঃ লিমন ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক হরিশ চন্দ্র রায়, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অতুল দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মকছেদুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রুহানা আক্তার রিংকি, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিদ ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিফাত, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমান রেজা।
এছাড়ারাও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ।