আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় যশোর-০৫ মনিরামপুর আসনের নৌকা মার্কার প্রার্থী সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
আজ বুধবার (৯ মে) সারাদিন মনিরামপুর উপজেলার কাশীমনগর ইউনিয়নের কয়েক গ্রাম ও উল্লেখযোগ্য বাজারে এ মতবিনিময় করেন।
এ সময় জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী ছাড়া
আরও উপস্থিত ছিলেন ১২নং শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, কাশিমনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জিনারুল ইসলাম,রোহিতা ইউনিয়ন যুবলীগ নেতা মুর্শিদ হাসান ইমন ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর মতবিনিময়ের সময় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো।