স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৮ মে) বিকেলে পৌর শহরের চকলেংগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আরিফুল ইসলাম। উচ্ছেদ পরিচালনায় সহযোগিতায় ছিলেন দুর্গাপুর থানা পুলিশ ও ভূমি অফিসের সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীগন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন কিছুলোক। ওই জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। পরে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪১ শতাংশ অকৃষি খাস জমি দখল মুক্ত করা হয়।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের কারণে জেলা ম্যাজিস্ট্রেট স্যার এর নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে দু’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪১ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়।