স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে একটি পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে পৌর শহরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সুসং সরকারী মহাবিদ্যালয়ের খন্ডকালীন প্রভাষক জনপদ চৌধুরী, ডা. জীবন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপক সরকার, এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সভাপতি সৈকত সরকার, সদস্য শাওন, এমদাদুল প্রমুখ।