স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদনে পাঁচটি চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা। এ চক্রের আরও তিন সদস্য দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজার এলাকায় তারা আটক হন।
আটকরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত মেনু মিয়ার ছেলে হাসেম মিয়া (৫০) ও একই গ্রামর শান্ত মিয়ার মিয়ার ছেলে হুমায়ুন (২৫)। আটককৃত দুজন পলাতক তিনজনের পরিচয় জানালে তদন্তের স্বার্থে নাম না প্রকাশের কথা জানায় পুলিশ।
আটকৃতদের একজন হাসেম মিয়া জানায়, গতরাতে তাড়াইল উপজেলা থেকে পাঁচটি গরু চুরি করে তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দিকে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, কথাবার্তায় সন্দেহ হলে দুজনকে জনতা আটক করতে সক্ষম হয় ও তিনজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে দুজনকে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।
গরু চোর চক্রের দ্ইু সদ্যস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।