মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রোববার বিকেল ৪ টায় এ ঘটনা জানার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে শাড়ী, লুঙ্গি, কম্বল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেন। এ সময় জেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, জয়পুরহাট পৌরসভা, পাঁচবিবি পৌরসভার পক্ষে থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাক আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন প্রমুখ।