মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আন্ডারচর মাহামুদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ মে) বিকেলে কালকিনি উপজেলার সাহেবরামপুরে এ ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা শিক্ষা প্রকৌশলী মোঃ তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার, সাবেক সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান সেলিম, রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি,এম মিল্টন ইব্রাহীম সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে মাদ্রাসার ভবন উদ্বোধন ও মঠের বাজার এলাকায় চা চক্রে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এমপি গোলাপ।