মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন সুলতানা(১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার খাসবাগুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ঐ গ্রামের এনামুল হকের মেয়ে ও হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা গ্রামবাসীরা জানায়, ইয়াসমিন দুপুরে পাড়ার অন্যান্য ছেলে মেয়েদের সাথে বাড়ীর পাশে ছোট্ট যমুনা নদীতে গোসল দিতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। কিন্তুু অনেকটা সময় পার হয়ে গেলেও সে পানি থেকে উপড়ে না উঠলে তার সঙ্গীরা নদীতে খোজাখুজি করে। এক পর্যায়ে নদীর পানির নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
এব্যাপারারে ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।