তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধিঃ এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে রামচন্দ্রপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মঙ্গলবার ( ২ মে বিকালে ) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুরে ( বালুয়া- রওশনবাগ) গামী রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৫) এর কাছ থেকে এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। আটককৃত আমিনুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার মৃত আব্দুল মান্নান ব্যাপারীর পুত্র।
এব্যাপারে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, নিয়মিত মাদক অভিযানের অংশ হিসাবে আজ আমরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ এক কেজি গাঁজা উদ্ধার করি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।