আরিফুর রহমান ,ঝালকাঠি।।
দাখিল পরীক্ষায় ঝালকাঠির নলছিটিতে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও নকলে সহায়তায় করার অভিযোগে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনকালে মো. রায়হান নামে পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তাকে বহিষ্কার করা হয়। এসময় নকলে সহায়তা করার জন্য কক্ষ পরিদর্শক এ.কে আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
কেন্দ্র সচিব মোহাম্মদ বাহাউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার দায়ে অর্থদণ্ড প্রাপ্ত এ.কে আজাদ উপজেলার ভৈরবপাশা দাখিল মাদ্রাসা কম্পিউটার শিক্ষক। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত রায়হান সরমহল হাশেমিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।