স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় খালার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মুক্তা নামে ১০ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাগিনী চারিকুমপাড়া মহাদেও নদীর শাখা নদী জওরাতে পানিতে ডুবির ঘটনা ঘটে।
নিহত মুক্তা কলমাকান্দার পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন রামপুর গ্রামের লুৎফর রহমানে মেয়ে। সে বাবা মা’র সাথে নাগিনী চারিকুমপাড়ায় খালুর বাড়িতে বেড়াতে আসে।
জানা যায়, ছোট ভাই রায়হানসহ মুক্তা অন্যান্য শিশুদের সাথে খালার বাড়ির পেছনে জওরা নদীতে গোসলে যায়। গোসলের এক ফাঁকে নদীতে তলিয়ে যায়। সাথে থাকা অন্যান্য শিশুদের ডাক চিৎকার শোনে বাবা ও খালু জাহের মিয়াসহ বাড়ির লোকজন নদীর পাড়ে আসেন। শিশু মুক্তার খালাতো ভাই শাকিব নদী থেকে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামীম রানা শাকিল জানান, হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবির পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।