স্টাফ রিপোর্টার : শিশু অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত মো. আবু বাক্কারকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আসামি দন্ডের ভয়ে ১৫ ধরে পলাতক ছিলেন। তাকে রবিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ভালুকা থানাধীন মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব।
আবু বাক্কার কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন টামনী ইসলামপুর গ্রামের মৃত হাজী আ. রহমানের ছেলে। তিনি একই থানাধীন একটি শিশু অপহরণ মামলার সাজাপাপ্ত পলাতক আসামি ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ।
র্যাব জানায়, ২০০৭ সালের ২২ ডিসেম্বর করিমগঞ্জের গুজাদিয়া টামনী ইসলামপুর এলাকা থেকে এক শিশুকে অপহরণ করেন গ্রেফতারকৃত আসামি। শিশুটিকে নিয়ে সেখান থেকে পালানোর পর কিশোরগঞ্জের বাসস্ট্যান্ড থেকে আবু বাক্কার গ্রেফতার হন। পরে অপহরণ মামলায় আবু বাক্কার জামিন নিয়ে আত্মগোপনে চলেন যান। বিচারাধীন এ মামলায় তাকে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন আদালত। রায়ের আগ থেকেই আবু বাক্কার দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, বিষয়টি র্যাবের নজরে আসার পর বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে। গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে র্যাবের কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র্যাবের একটি দল ভালুকার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে আবু বাক্কারকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় র্যাব।