স্টাফ রিপোর্টার : ধানের শুকানো খড় (বন) বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ মোস্তফা (৫০) নামের এক কৃষক মারা গেছে।
শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার পূর্বধলা উপজেলার হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় মৃত আহম্মদ হোসেনের ছেলে মো. মোস্তফা ধান কাটার পর গো খাদ্য হিসেবে খড় বাড়ীর বাহিরে শুকাতে দেন। সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলে শুকানো খড় ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক জন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বজ্রপাতে মৃত ব্যাক্তির লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে।