স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় এক রাতে তিন অভিযানে ১০ টন একশো কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বারহাট্টা থানা-পুলিশ এবং পৃথক পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়। এরআগে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময়ে বারহাট্টার নেত্রকোনা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের মো. আ. খালেকের ছেলে মো. খোকন মিয়া (৩৮), সদর উপজেলার ধীতপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জলিল মিয়া (৩১) এবং বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার মৃত সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) ও কর্ণপুর গ্রামের মৃত আ. মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উড়াদিঘী গ্রামের জনৈক আকিল উদ্দিন ফকিরের মাজারে পশ্চিম পার্শ্বে নেত্রকোনা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৩০ বস্তায় সাড়ে ছয় টন ভারতীয় চিনিসহ ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ এবং খোকন মিয়া নামে একজনকে আটক করা হয়।
একই দিন রাত সোয়া ৯টার দিকে একই সড়কে বাউশী ব্রীজের উত্তর পাড়ে হতে আরও ৬০ বস্তায় তিন টন ভারতীয় চিনি জব্দ করে এবং জলিল মিয়া নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে একই সড়কের বাইশধার গ্রামের জনৈক মো. মাহবুবুর রহমান শাওনের বাড়ির সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১২ বস্তায় ছয়শো কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকায় ভজন কর ও শফিকুল ইসলাম নামে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ১০ টন একশো কেজি ভারতীয় চিনির বাজার মূল্য ১১ লাখ ১১ হাজার টাকা বলে জানান তিনি।