ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের মধ্যনগরে এক নারীসহ ৪জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহত ৪ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, দীনবন্ধু (৬৫), অষ্ঠমী রানী (৩৫), সঞ্জয় সরকার (২২) ও দীপজয় সরকার (২০)।
আজ বুধবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গ্রামের বিজয় বিশ্বাস ও দীনবন্ধু সরকারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, বিরোধ সমাধানে স্থানীয় দেনদরবারে মিমাংসা না হওয়ায় উভয় পক্ষের মামলা চলে আদালতে। পরে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মধ্যনগর থানাকে নির্দেশ দেন। এমতাবস্থায় বিজয় বিশ্বাস তাঁর লোকজন নিয়ে বিরোধকৃত জমিতে ধান কাটতে গেলে দীনবন্ধু বাঁধা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিজয় বিশ্বাসের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দীনবন্ধুকে জখম করে। বাবাকে বাঁচাতে ছেলে সঞ্জয় সরকার, দীপজয় সরকার ও দীনবন্ধুর ছোট বোন অষ্ঠমী রানী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন সকালেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় বিজয় বিশ্বাস আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান,বিজয় বিশ্বাস ও বিপ্লব বিশ্বাসকে আটক করা হয়েছে।