মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে চরানো গরু আনতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা গরুটিও মারা যায়।রবিবার(২৩ এপ্রিল)সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত গিরেন্ড শব্দকরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাহিদ মিয়া বলেন, রবিবার সকাল ১০ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠ থেকে নিজের গরু আনতে যায় সম্য শব্দকর। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সম্য শব্দকর আহত ও তার গবাদি পশু মারা যায় । স্থানীয়রা সম্য শব্দকরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে সম্য শব্দকরের শরীরের পিছনের একাংস ঝলসে যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।