স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক ভাইয়ের মৃত্যু আরেক ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষান গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত রকিবুর হাসান (৩০) ওই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহতের আরেক সহোদর ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হন। নিহত ও আহত দুজনই পেশায় কৃষক।
জানা যায়, সকালে বৃষ্টি মধ্যে নিহত ও আহত দুজন তাদের বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন। সকাল ৯টার দিকে বজ্রপাতের শুরু হলে দুজনে খেত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রকিবুর হাসানকে মৃত ঘোষনা করেন। আর আহত হাবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বজ্রপাতে কৃষক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। যিনি মারা গেছেন তার দাফন কার্যের জন্য ১৫ হাজার টাকা ও আহতের জন্য পাঁচ হাজার টাকা সরকারি অনুদান প্রেরণ করা হয়েছে জানান তিনি।