সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দাতীয়াপারা গ্রামের কৃতিসন্তান রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের প্রচেষ্টায় কাতার চ্যারিটির অর্থায়নে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১৫০০ শত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সয়াবিন তেল,২ কেজি চিনি,৩ প্যাকেট সেমাই,১ প্যাকেট দুধ,১ কেজি লবন,২ কেজি পোলাও চাউল।
এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা (দ:)ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুূদ,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো: সফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আলী হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ফজলুল হক,সুহেল মিয়া প্রমুখ।