মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে চারটি আগ্নেয় অস্ত্র ও ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার সাইফুর রহমান। পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল।
এসময় ভোর ৩টার দিকে একটি মোটরসাইকেল আসলে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি ফেলে চালকসহ অজ্ঞাত তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ এসময় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি শর্টগান, ৯৭ রাউন্ড বন্দুকের এবং ২৫ রাউন্ড শর্টগানের তাজা গুলি উদ্ধার করে।
এসময় ফেলে যাওয়া রেজিষ্ট্রিবিহীন একটি আরটিআর অ্যাপাচি মোটর সাইকেল জব্দ করা হয়। এসব অস্ত্র বহনের জন্য ফেলে যাওয়া লাল রংয়ের এই আরটিআর অ্যাপাচি মোটর সাইকেলটি কিছুদিন আগে কেনা হয়েছে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।
এব্যাপারে লালপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
টিএমবি/এইচএসএস