সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শীতাতপ নিয়ন্ত্রিত ৩ তলা বিশিষ্ট এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। ইসলাম ধর্মের মূল শিক্ষা অর্জনের জন্য থাকবে লাইব্রেরি। এছাড়াও ইসলামি সংস্কৃতি চর্চার জন্য রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। উপজেলার উদাখালী এলাকায় নির্মিত হয়েছে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
মডেল মসজিদ কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষ, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে শুভ উদ্বোধন অনুষ্ঠান দেখেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী প্রমুখ।