মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের বিপ্লবী সরকারের শপথ গ্রহণ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেল ৫ টায় পৌর আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা সংগঠনের সহ সভাপতি ও প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান আলী।
প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না,পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইভানা আক্তার মিনু ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি গোলাম মোর্তুজার রহমান, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, জাহিদুল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু সহ আরো অনেকে।