নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজ পাড়া গ্রামে পানিতে ডুবে রনি ইসলাম (১০) নামের এক ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
টুপামারী ইউনিয়নের নিজ পাড়া গ্রামের ছামিদ হোসেনের (৫০) ছেলে রনি ইসলাম (১০) শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড় টায় এলাকার মাজার সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় সে ।
তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রনি(১০) সন্তানকে হারিয়ে পাগল পাগল প্রায় বাবা মা,এলাকাজুড়ে বইছে শোক।
এলাকাবাসী সুত্রে জানাজায় রনি সহ চার পাচ জন ছেলেকে দুপুরে গোসল করতে দেখা যায় ওই পুকুরে, হঠাৎ ওদের মধ্যে চিৎকার শোনা যায় রনি কে খুজে পাওয়া যাচ্ছেনা।
তৎক্ষণাৎ এলাকাবাসী সবাই মিলে পুকুরে খোজ চালিয়ে প্রায় ৩০ মিনিট পর রনির মৃতদেহকে উদ্ধার করে।
তিন ছেলের মধ্যে সব চেয়ে ছোট ছিলেন রনি(১০) ছেলেকে হারিয়ে পাগল পাগল প্রায় বাবা মা,এলাকাজুড়ে বইছে শোক।
এবিষয়ে টুপামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম (হুদুম) জানান,আমি খবর পেয়েছি আনুমানিক দুপুর দুইটায় খবর পেয়ে এসে দেখি শিশুটি কে মৃত উদ্ধার করেছে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান,আমি খবর পেয়ে সেখানে ফোর্স পাঠিয়েছি,জানতে পেরেছি শিশুটি রোজা রাখা অবস্থায় পুকুরে গোসল করতে যায়, সেখানে দুর্ঘটনা বসত পানিতে ডুবে মৃত্যুবরণ করে,এ বিষয়ে আরো খোঁজখবর নিচ্ছি।