স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় গরীব ও অসহায় দুস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ এপ্রিল) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও রাতের খাবার বিতরন করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) দুস্থ ও অসহায় দরিদ্রদের হাতে ইফতার ও রাতের খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন ইফতার বিতরন করেছে।
তিনি আরও বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিয্যতেও বিজিবি’র এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।