ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো পথচারী ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি।
এদিন সকাল থেকেই ভলান্টিয়াররা নিজেদের জমানো টাকায় বাজার করে, দুপুরে এক ভলান্টিয়ারের বাসায় জমায়েত হয়ে নিজেরা রান্নাবান্না করে। সেখানে ইফতার প্যাকেটিং শেষে শহরের প্রাণকেন্দ্র বড়মাঠের দুইপাশে দেড় শতাধিক রিকশাচালক, পরিবহন শ্রমিক, পথচারীরদের মাঝে বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষ করে ৬৪জেলার ভলান্টিয়ারদের সাথে ‘‘Iftar For All’’ ইভেন্টে গুগল মিটে যুক্ত হয় টিম ঠাকুরগাঁও।
এসময় ভিবিডির ইফতার বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইয়েদা উমমুল খায়ের এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিউলি আক্তার।
সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইয়েদা উমমুল খায়ের বলেন, আমরাই এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আজকের এই আয়োজন যারা করেছে তারা সকলেই ছাত্র বা শিক্ষার্থী। এরা আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের সকলের উচিত এদেরকে উৎসাহ দেওয়া। তাই এরা দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে।
ভিবিডি ঠাকুরগাঁওয়ের সভাপতি মৌ রায় বলেন, আমরা কিছুদিন আগেই এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করি। আমাদের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে সফল হয়েছি। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমরা আগামীতেও ঠাকুরগাঁও জেলা সহ সারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিব ইনশাআল্লাহ।
ভিবিডি ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান মিলন বলেন, ইভেন্টটির সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের ভলান্টিয়ারদের। দেড়যুগ থেকে ভলান্টিয়ারিজম করছি, শেষবেলায় এসে জিনিসটাকে অনেক বেশি উপভোগ করছি। ধন্যবাদ ভিবিডি ঠাকুরগাঁও, ধন্যবাদ ইভেন্ট টিম।
এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সভাপতি মৌ রায়, এইচআরও তাসবিহ আল-ওয়াসি, প্রোজেক্ট অফিসার মোঃ আসাদুজ্জামান, কমিটি মেম্বার পাপড়ি রাণী, সদস্য মোঃ হানিফ বিন রফিক, আহসানুর সরকার রানা, মো রাকিবুল হাসান, জান্নাতুন নুরী, রোদশী, ইরফান আলী, ইয়া নুরে জান্নাত আলো, তানভীর ইসলাম রোকন, তৌফিক আহমেদ, লিমন ইসলাম, সিফাত উস সাদ, পপি রাণীসহ আরও অনেকে।