ঢাকাস্থ কটিয়াদীতে যুব সমিতির ইফতার ও দোয়া মাহফিল
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে যুব সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন।সোমবার সন্ধায় ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির আয়োজনে নিউ সোমতাম চাইনিজ রেস্টুরেন্টে ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির সভাপতি
মো:শফিকুল ইসলাম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির সাধারণ সম্পাদক মো:আফরোজ উদ্দিন খান ( নুইম) সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি কুদ্দুছ আফ্রাদ, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল,বিশিষ্ট শিল্পপতি ও কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র সিদ্দিকুর রহমান,করগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লায়ন সারোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ফেরদৌস আলম প্রমুখ।