বিদ্যুৎ, জ্বালানি তেল,গ্যাস, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের অনিয়ম লুটপাটের প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মধ্যনগর উপজেলা বিএনপি।
শনিবার(৮ এপ্রিল) বিকালে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী।
এসময় বক্তারা বলেন-চাল,ডাল,তেল,কৃষি উপকরণ, শিক্ষার উপকরণ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ সীমাহীন কষ্টে আছেন! দেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবি জানান বক্তারা।
বিএনপির এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।