ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ভিডব্লিউবি’র ১৬৬ জন কার্ডধারীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে বরাদ্দকৃত তিন মাসের ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়নের বৌলাইগঞ্জ বাজারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৩-২৪ চক্রের চলতি বছরের জানুয়ারি, ফেব্রæয়ারি ও মার্চ মাসের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্চু, সংশ্লিষ্ট ইউপি সচিব রহুল আমিন, সাংবাদিক মনোয়ার হোসেন মজুমদার লিপু, ইউপি সদস্য আসাব উদ্দিন, বাবলু মিয়া, সুহেল মিয়া, আল মামুন, রিপা, খোদেজা, নাজমা, স্থানীয় বাসিন্দা সিয়াম চৌধুরী, রিফাতসহ আরো অনেকেই।