নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি,সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।শনিবার(৮ এপ্রিল)দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম চৌধুরী ময়ুন।মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ প্রমূখ। এসময় জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী,কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাসিন আফরোজ চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু,উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু,যুগ্ম-আহবায়ক আলম পারভেজ চৌধুরী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অবস্থান কর্মসূচি থেকে বক্তারা নিত্য প্রোয়জনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।