নীলফামারী জেলা পুলিশের মার্চ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সদর থানার এ.এস.আই জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেডে মার্চ মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এসময় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।আর কিছু সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার সকল ভালো কাজের প্রশংসা করেন এবং অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), মোহাম্মদ সারোআর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।