স্টাফ রিপোর্টার : নেত্রকোনা মডেল থানা পুলিশ একদিনে বিভিন্ন মামলায় ১৬ আসামিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৪ জনই জুয়া মামলার আসামি ও একজন করে সাজাপ্রাপ্ত ও মোটর সাইকেল চুরি মামলার আসমি।
জুয়া মামলার আসামিরা হলেন- সাত্তার মিয়া, মাসুদ মিয়া, জাহাঙ্গীর মিয়া, শামীম মিয়া, এরশাদ মিয়া, এমেল হক, মজিবর মিয়া, কামাল হোসেন, সিরাজুল ইসলাম, ইয়ারুল, ইসলাম উদ্দিন ও নজরুল ইসলাম। তারা সকলে সদর উপজেলার বাসিন্দা।
এ ছাড়াও মোটর সাইকেল চুরি মামলায় উপজেলার ইসলামপুরের মৃত আহম্মদ আলীর ছেলে মো. সুরুজ আলী এবং জিআর সাজাপাপ্ত আসামি একই উপজেলার বরওয়ারী গ্রামের সুমন মিয়ার ছেলে আবু হানিফ।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃতদেরকে বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।