ফেনী জেলা গোয়েন্দা পুলিশ এর এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর হাসপাতাল চৌরাস্তার উত্তর পাশে জিন্নাত অলির বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওসমানগনী লিটন(২৪) কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২) সাফওয়ান বিন এনায়েত রাফি (২১) কে গ্রেফতার পূর্বক তাদের কাছে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায় ১ নং আসামী ওসমান গনি লিটন পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২নং আসামী সাফোয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
এই নিয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।