মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি নাগরিক কমিটির আয়োজনে শনিবার বিকেলে কৃষি ব্যাংক সংলগ্ন বেলাল চৌধুরীর চাতালে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি নাগরিক কমিটির আহবায়ক দেওয়ান সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু ।
এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এস কে আব্দুল হক, সদস্য ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, সুভাস কুমার দাস, সাংবাদিক মাসুদ পারভেজ রানা, অবঃপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানসহ আরো অনেকে।