স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর চোরাকারবারিদের হামলার অভিযোগ উঠেছে। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান ও আরেকজন গুলিবিদ্ধ হন এবং চোরাকারবারিদের দায়ের আঘাতে বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন।
গত শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বারমারি সীমান্তে এ ঘটনায় নিহত আমিনুল উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় উপজেলার লক্ষীপুর নামক স্থান দিয়ে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর রহমান বলেন, বর্ডারে সুপারি পাচারের খবরে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল পরিচালনা করে। তখন চোরাকারবারিরা বিজিবির সদস্যদের উপস্থিত টের পেয়ে হামলা চালালে এক হাবিলদার গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি। পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করা হয়েছে জানান তিনি।