সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্যে বিভাগে ফিল্টার প্রদান
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৌজন্যে বিভাগে অত্যাধুনিক বৈদ্যুতিক বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ মার্চ) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়।
পানির ফিল্টার স্থাপনের পর সাধারণ ছাত্রছাত্রীরা সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন’কে কৃতজ্ঞতা জানায়।
শিক্ষার্থীরা বলেন, ‘ওয়াসার পানির যে সাপ্লাই আছে তাতে ময়লা, পোকা মাকড়সহ আরও অনেক কিছু থাকে। যা খেয়ে অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। আর বিভাগে একটা ফিল্টার থাকলেও সেটা এত শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ছিলো না। নতুন এ ফিল্টার স্থাপন করায় আমরা খুব খুশি হয়েছি’।
এবিষয়ে সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি এস এম সোহেল বলেন, শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ফিল্টারের ব্যবস্থা করেছি। পরবর্তীতে খুব শীঘ্রই ইফতার প্রোগ্রাম করারও ইচ্ছা আছে।
সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ফিল্টার দেওয়া হয়েছে। এ ফিল্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বও বিভাগের শিক্ষার্থীদের। ছোটভাইবোনদের যেকোনো দাবি পূরণে অ্যালামনাই এসোসিয়েশন সবসময়ই কাজ করে যাবে।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এবং ইমরান খানের কমিটির মেয়াদ শেষে গত ৩০ সেপ্টেম্বর সভাপতি এস এম সোহেল এবং সাধারণ সম্পাদক ফয়সাল দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন’কে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেন।