ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯মার্চ) বিকেল পাঁচটায় উপজেলা নির্বাচন অফিস চরফ্যাশন এর অফিস কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, সদ্য বিদায়ী উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার শহীদুল্লাহ, লালমোহন উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, চরফ্যাশন সোনালী ব্যাংকের ম্যানেজার হাসনাইন আহমেদ, সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে উপজেলা নির্বাচন অফিসারের বদলির খবর ফেসবুকে ছড়িয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সৎ এবং যোগ্য নির্বাচন অফিসার হিসেবে আখ্যায়িত করেন।
বিদায়ী বক্তব্যে সদ্য বিদায়ী উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন,চরফ্যাশন আমার দীর্ঘদিনের কর্মস্থল এই অঞ্চলের মানুষের সাথে আমার আত্মার মিল রয়েছে, কাজের ক্ষেত্রে অনেকের সাথেই আমার মিশতে হয়েছে, সবার কাছ থেকেই আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি, আমি থাকা অবস্থায় চরফ্যাশনে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা করেছি, এই বিদায় বেলায় চরফ্যাশনবাসীর জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক বলেন, চরফ্যাশনের নির্বাচন অফিসার রফিকুল ইসলাম একজন দক্ষ নির্বাচন অফিসার, চরফ্যাশনবাসীর জন্য তিনি সব সময় নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, আমরা ভোলা জেলা নির্বাচন পরিবারের পক্ষ থেকে তার সাফল্য কামনা করছি।