অনলাইন ডেস্ক:-
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় হাজার ২শ ৮৫ পরিবারকে সহায়তা দেবে সৌদি আরব। এসব পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার সৌদি দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ঈসা আল দুহাইলান বলেন, কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হবে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যায় ক্ষতিগ্রস্তরা এই ত্রাণ পাবেন। ক্ষতিগ্রস্তদের ২৪ ধরনের ক্রোকারিজ ও বোর্ডিং সামগ্রী দেওয়া হবে।
সৌদি রাষ্ট্রদূত আরো জানান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে।
দ্যা মেইল বিডি/এম আর আর