যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ ) তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মৃতিসৌধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী , জেলা প্রশাসক, বান্দরবান জেলা পুলিশ সুপার, সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারি-বেসরকারি সংস্থা পুষ্পার্ঘ অর্পণ করে।
এর পর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সকল শহীদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উ শৈ সিং এমপি মহোদয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা মার্মা, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান জেলার পুলিশ সুপার জনাব মো: তারিকুল ইসলাম এবং বান্দরবান পৌরসভার মেয়র জনাব মো:ইসলাম বেবী, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।