নীলফামারীর কিশোরগঞ্জে সারাদিন রোজা থেকে ইফতারির পর আরজিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি খামালটারী গ্রামের আনু মিয়ার স্ত্রী।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মিয়া জানান, আগে থেকে তার গলায় টনসিল ও টিউমার ছিল। রোজাদার ওই গৃহবধূ ইফতার শেষে পরিবারের লোকদেরকে খাবার দেয়। পরে রাত ৮টায় বাড়ির সদস্যরা নামাজে ও বাইরে গেলে ভাত খাওয়ার জন্য তিনি নিজ ঘরে যান।
এ সময় তার গলার ব্যথা উঠলে সহ্য করতে না পেরে ঘরে রাখা বিষ পান করেন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য রংপুর কোতোয়ালি থানায় বার্তা পাঠানোর প্রক্রিয়া চলছে।