ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২ে৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজন, গণমিলনায়তন হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার।
উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভুমি ) অলিদুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, শিক্ষক নাজমুল হায়দার, প্রধান শিক্ষক শাহজাহান কবির, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।