জসিম উদ্দীন, নেত্রকোণা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫ টায় নেত্রকোণা জেলা ছাত্রলীগ উদ্যোগে সংগঠনের সভাপতি রবিউল আওয়াল শাওনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় নানা শ্রেনী পেশার মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপস্থিত
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এর সদস্য আফজাল হোসেন জিগল, পৌর ছাত্রলীগ সদস্য শেরেকুল ইসলাম হৃদয়, তাজবি উল হাসান অয়ন, আদ্রিয়ান খান বিশাল,রাতুলসহ প্রমুখ্য জেলা ও শহর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নেত্রকোণা জেলা ছাএলীগের উদ্যোগে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ করা হবে।
এসময় জেলা ছাত্রলীগ এর সভাপতি বলেন, জেলা ছাত্রলীগ এর সর্বস্থরের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দেন।