দিনাজপুর জেলার (হিলি) হাকিমপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ শাকিল আহমেদ ওরফে শাকিল সরকার (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ধরন্দা ফকিরপাড়া এলাকার মোঃ আনারুল ইসলাম রানা এর পুত্র।
হাকিমপুর থানা সুত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ এর সুদক্ষ নির্দেশনায় এস আই হামিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টীম হাকিমপুর (হিলি) পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুরের রাজধানী মোড় এলাকায় অভিযান চালিয়ে ঐ যুবককে ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ৯০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক আদালতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্র নিশ্চিত করেছেন।